ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo বাগাতিপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future Logo শান্তিতে নোবেলজয়ীর ব্যর্থতায় দেশে সহিংসতা বাড়ছেঃ -মোমিন মেহেদী Logo এসএসসি ফলাফলে খুশি নয় অভিভাবক ও শিক্ষার্থীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শালিখায় পারিবারিক কলহে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু

শামসুর রহমানঃ

 

মাগুরা শালিখায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে স্বামী মিজানুর মোল্লা (৪০) এই হত্যা ঘটনা ঘটান।হত্যার শিকার স্ত্রী সোনালী খাতুন (৩৮) উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দাড়া গ্রামের লতিফ মন্ডলের মেয়ে। বিশ বছর আগে একই উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মিজানুর মোল্লার সঙ্গে পারিবারিক ভাবে তার বিয়ে হয়।তাদের সংসারে ২০ বছর বয়সের ছেলে ও ১১ বছর বয়সের এক টি কন্যা সন্তান রয়েছে।

 

খবর পেয়ে শালিখা থানার পুলিশ সোনালী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।এ হত্যার ঘটনায় সোনালী খাতুনের পরিবার শালিখা থানায় মামলা করবে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ওলি মিয়া।

 

সোনালীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে নানা অজুহাতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।নির্যাতন সহ্য করতে না পেরে ২০২১ সালে স্বামীকে, ২০২৩ সালে তার ছেলেকে বাবার বাড়ি ও বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে সৌদি আরবে পাঠায়। দুই বছর না যেতেই দুজনই আবার দেশে ফিরে আসেন। বিদেশ থেকে ফিরে এসে তার স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। শুক্রবার রাত আটটার দিকে স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রাম থেকে তার স্ত্রী সোনালী খাতুনকে ফোন করেন। কিন্তু স্ত্রী ফোন রিসিভ করতে একটু দেরি হয়, পরে রাত নয়টার দিকে স্ত্রী তার স্বামী মিজানুর মোল্লা কে ফোন দেন তখন স্বামী ফোন রিসিভ করেন নাই।

 

পরে স্বামী মিজানুর রহমান চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৬টায় বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে স্ত্রীকে ডাকাডাকি করেন, স্ত্রী ভয়ে ঘরের দরজা খোলে নাই। এক পর্যায়ে স্বামী মিজানুর মোল্লা ঘরের ওয়াল্ট টপকে ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীকে মারধর শুরু করে এবং ঘরের ভিতরে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। তখন স্ত্রী সোনালী খাতুন ঘরের মেঝে লুটিয়ে পড়েন।

 

ঘরে থাকা তার মেয়ে মদিনার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে প্রতিবেশীরা দেখতে পান সোনালীর রক্তাক্ত দেহ ঘরের মেঝে পড়ে আছে। এদিকে খবর পেয়ে শালিখা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

যোগাযোগ করা হলে শালিখা থানার ওসি মোঃওলি মিয়া বলেন, ‘সোনালী খাতুন হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।অভিযুক্ত মিজানুর মোল্লাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে  বলে তিনি জানান।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

error: Content is protected !!

শালিখায় পারিবারিক কলহে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি :

শামসুর রহমানঃ

 

মাগুরা শালিখায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে স্বামী মিজানুর মোল্লা (৪০) এই হত্যা ঘটনা ঘটান।হত্যার শিকার স্ত্রী সোনালী খাতুন (৩৮) উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দাড়া গ্রামের লতিফ মন্ডলের মেয়ে। বিশ বছর আগে একই উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মিজানুর মোল্লার সঙ্গে পারিবারিক ভাবে তার বিয়ে হয়।তাদের সংসারে ২০ বছর বয়সের ছেলে ও ১১ বছর বয়সের এক টি কন্যা সন্তান রয়েছে।

 

খবর পেয়ে শালিখা থানার পুলিশ সোনালী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।এ হত্যার ঘটনায় সোনালী খাতুনের পরিবার শালিখা থানায় মামলা করবে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ওলি মিয়া।

 

সোনালীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে নানা অজুহাতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।নির্যাতন সহ্য করতে না পেরে ২০২১ সালে স্বামীকে, ২০২৩ সালে তার ছেলেকে বাবার বাড়ি ও বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে সৌদি আরবে পাঠায়। দুই বছর না যেতেই দুজনই আবার দেশে ফিরে আসেন। বিদেশ থেকে ফিরে এসে তার স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। শুক্রবার রাত আটটার দিকে স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রাম থেকে তার স্ত্রী সোনালী খাতুনকে ফোন করেন। কিন্তু স্ত্রী ফোন রিসিভ করতে একটু দেরি হয়, পরে রাত নয়টার দিকে স্ত্রী তার স্বামী মিজানুর মোল্লা কে ফোন দেন তখন স্বামী ফোন রিসিভ করেন নাই।

 

পরে স্বামী মিজানুর রহমান চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৬টায় বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে স্ত্রীকে ডাকাডাকি করেন, স্ত্রী ভয়ে ঘরের দরজা খোলে নাই। এক পর্যায়ে স্বামী মিজানুর মোল্লা ঘরের ওয়াল্ট টপকে ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীকে মারধর শুরু করে এবং ঘরের ভিতরে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। তখন স্ত্রী সোনালী খাতুন ঘরের মেঝে লুটিয়ে পড়েন।

 

ঘরে থাকা তার মেয়ে মদিনার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে প্রতিবেশীরা দেখতে পান সোনালীর রক্তাক্ত দেহ ঘরের মেঝে পড়ে আছে। এদিকে খবর পেয়ে শালিখা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

যোগাযোগ করা হলে শালিখা থানার ওসি মোঃওলি মিয়া বলেন, ‘সোনালী খাতুন হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।অভিযুক্ত মিজানুর মোল্লাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে  বলে তিনি জানান।


প্রিন্ট