আতিয়ার রহমানঃ
রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে মোঃ রেজাউল ইসলাম মুক্তার (৪৩) কে গাজীপুরের মেট্রো সদর থানাধীন শিমুলতলী থেকে অভিযান চালিয়ে রাজবাড়ী পুলিশ সুপারের দিক নির্দেশনা ও জেলা শাখা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বিজ্ঞ রাজবাড়ী আদালতে প্রেরণ করেন।
তার বিরুদ্ধে (ওজোপাডিকো) পিডিবি রাজবাড়ী বিদ্যুৎ অফিসের বেশ কয়েকজন গ্রাহকের কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গত ১ জুলাই সদর থানায় ৪০৪/৪২০ ধারায় মামলা নং ৫ এর পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।
জানাযায় অভিযুক্ত মুক্তার দীর্ঘদিন যাবত রাজবাড়ীর (ওজোপাডিকো)পিডিবি বিদ্যুৎ অফিসে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় বেশ কিছু গ্রাহকের বিদ্যুৎ বিলের টাকা নিয়ে জাল বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহককে দিতেন।
প্রিন্ট