মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
.
গত (৫ জুলাই) শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার ছয় জুলাই দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন।
.
এর আগে, গত বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে মনির উজ্জামান ও তার নেতৃত্বাধীন ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল নদীপথে ট্রলারে করে কারখানায় প্রবেশ করে ড্রেজার ও শ্রমিকদের কক্ষে ভাঙচুর চালায়। এসময় শ্রমিকদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
.
ঘটনার সময় অন্তত সাতজন শ্রমিক আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করেছে বলেও জানা যায়।
প্রিন্ট