সোলায়মানঃ
টাঙ্গাইলের নাগরপুর থানার পুলিশ দীর্ঘদিন পলাতক থাকা এক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার (১৮ জুন) গভীর রাতে মানিকগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. রবিজুল ইসলামকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃত মো. রবিজুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একটি জিআর মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ ছিল।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,
“নাগরপুর থানার একটি বিশেষ টিম পরিকল্পিত অভিযান পরিচালনা করে ১৮ জুন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে আসামি রবিজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
এদিকে দীর্ঘদিন পলাতক থাকা এমন একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।
প্রসঙ্গত, নাগরপুর থানা পুলিশ ইতোমধ্যে বিভিন্ন অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার করে দক্ষতার প্রমাণ দিয়েছে। চলমান অভিযানেও আরও পলাতক আসামিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রিন্ট