মানিক কুমার দাসঃ
ফরিদপুর ক্যাম্প হতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ ইদ্রিস মৃধা (১৫), পিতা মোহাম্মদ নিজাম উদ্দিন, ইউনিয়ন: অম্বিকাপুর, গ্রাম: কাচারীরটেক — কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে জানা গেছে, সোর্সের মাধ্যমে খোঁজ পেয়ে জানা যায়, কাচারীরটেক ব্রিজ বাজার এলাকায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫) নামের একজন ব্যক্তি তার নিজ দোকান “নিজাম স্টোর”-এ মাদক বিক্রি করে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে আজ বিকাল ৪:৩০ মিনিটে ফরিদপুর ক্যাম্প থেকে যৌথ বাহিনী নিজাম স্টোরে অভিযান পরিচালনা করে। অভিযানে নিজাম উদ্দিনকে দোকানে পাওয়া যায়নি।
তবে তার ছেলে ইদ্রিস মৃধাকে দোকানে মাদক বিক্রির অবস্থায় পাওয়া যায়। দোকান তল্লাশি করে উদ্ধার করা হয়:
৭৯ পিস ইয়াবা ট্যাবলেট
১০০ গ্রাম গাঁজা
৪০টি ভারগন ট্যাবলেট
তিনটি মোবাইল
মাদক সেবনের সরঞ্জামাদি
মাদকসহ ইদ্রিস মৃধাকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট