অপি মুন্সীঃ
গত এক সপ্তাহ আগে দুটি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হন মোট ৮০ জন। এদের মধ্যে মাত্র ৪ জনের খোঁজ পাওয়া গেছে, বাকি ৭৬ জন এখনো নিখোঁজ। নিখোঁজদের মধ্যে মাদারীপুর জেলার ৩৪ জন রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। বাকিরা কোন জেলার, তা এখনও জানা যায়নি।
তবে আরেকটি সূত্রে জানা গেছে, কিছু যাত্রী মাল্টা নামক দেশে উদ্ধার হয়েছেন।
এ ঘটনায় কবিরাজপুর এলাকার ছয়জনকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর অভিযোগে স্থানীয় ডেন্টাল ডাক্তার রনি দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে গতকাল (মঙ্গলবার) মাদারীপুর কোর্টে হস্তান্তর করা হয়।
প্রিন্ট