ফরিদপুরের বোয়ালমারীতে স্বামী ও দেবরের বিরুদ্ধে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সোমবারে বেলা ১১টার দিকে গৃহবধূ মোছাঃ রহিমা বেগমকে (৩২) তার স্বামী মোঃ শাহজাহান শেখ (৪৮) ও তার আপন ছোট ভাই বাবলু শেখ (৩৫) মিলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
এরপর ওই মহিলা অসুস্থাবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে শনিবার (৩১ জুলাই) নির্যাতনকারী স্বামী ও দেবরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
ওই গৃহবধূ রহিমা বেগম বলেন, ১৮ বছর আগে শাহজাহান শেখের সাথে তার বিবাহ হয়। এবং তাদের তিন সন্তান রয়েছে। তার স্বামীর বাড়ি উপজেলার পরমেস্বরদী ইউনিয়নের মেঘাডাঙ্গা গ্রামে। গৃহবধূর বাবার বাড়ি একই এলাকার পার্শ্ববর্তী ধুলজোড়া গ্রামে ন্বামী-স্ত্রী দুই জনের নামে এক একর জমি ক্রয় করে বসবাসের জন্য সেখানে একটি বিল্ডিং তৈরী করেন।
এছাড়াও গৃহবধূ তার স্বামীর আদেশে বিভিন্ন এনজিও থেকে টাকা তুলে দিয়েছিলেন স্বামীকে। তবে তিনি কিস্তির টাকা সঠিকভাবে পরিশোধ করতেন না । এনিয়ে নিজেদের মধ্যে প্রাই ঝগড়া জঞ্জাল লেগে থাকতো। ঘটনার দিন তার গৃহবধূর স্বামী ও তার ছোট ভাই মিলে মারধর করে তাকে জখম করে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ডিউটিরত অফিসার এস আই মামুন বলেন, নির্যাতনের শিকার গৃহবধূ তার স্বামী ও স্বামীর ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। পরবর্তীতে সত্যতা যাচাই করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট