সাহিদা পারভীনঃ
সোবমার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিত করন সেমিনার সম্পন্ন হয়েছে।
.
কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সেমিনারের শুরুতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন চরভদ্রাসন উপজেলা সমাজ সেবা অফিসার মো জাহিদ তালুকদার।
.
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অফিসার রুবাইয়াত মোঃ ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা সমাজ সেবা অফিসার মো নাজমুল হাসান, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইশরাত জাহান উম্মন, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
.
সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, এনজিও কর্মী, সংবাদ কর্মীসহ শতাধীক প্রতিনিধি অংশগ্রহন করে।
প্রিন্ট