অপি মুন্সীঃ
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর রেললাইন সংলগ্ন এলাকায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড বিক্রির অভিযোগে এক ব্যক্তি হাতেনাতে আটক হয়েছেন।
.
স্থানীয় সাংবাদিক অপি মুন্সী, ও শেখ জায়েদের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে নেমে তারা সরেজমিনে ক্রেতা সেজে সিম বিক্রেতার কাছে যান। জাতীয় পরিচয়পত্র ছাড়াই সিম কেনার আগ্রহ প্রকাশ করলে বিক্রেতা জানান, ২৫০ টাকার বিনিময়ে একটি রেডি সিম দেওয়া সম্ভব।
.
অভিযানের সময় ওই বিক্রেতার কাছ থেকে তিনটি অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড উদ্ধার করা হয়। জনসম্মুখেই আটক ব্যক্তি নিজ হাতে সেগুলো ধ্বংস করেন, যাতে কোনো প্রমাণ লোপাট না হয়।
.
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি কোনো সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অবৈধভাবে মোবাইল সিম বিক্রি করে।
.
স্থানীয় সচেতন মহল এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট