মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মিলন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । ফরিদপুর কোতোয়ালি থানাধীন, এ.কে.এম ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
.
জানা গেছে আজ শুক্রবার সকাল আনুমানিক ৭.৩০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর কোতোয়ালি থানাধীন এ.কে.এম ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর।
.
নিহত মোহাম্মদ মিলন শেখ (৩২) পিতা- হাকিম শেখ, এ সময় তিনি ইটের ট্রাকে করে ইট বোঝাই ট্রাক নিয়ে ভাঙার দিকে যাওয়ার পথে ইট বোঝাই ট্রাকের উপর থেকে নিচে পড়ে যান। এসময় পিছন থেকে আশা অজ্ঞাতনামা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্য হয়। ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে যায়।
.
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট