বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা, বিদেশি মুদ্রা ও ধারালো অস্ত্রসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাহেব মোল্যার ছেলে।
.
অভিযানকালে রবিউলের বসতঘর থেকে ১০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, বিভিন্ন দেশের মুদ্রা, একটি ধারালো ছোরা এবং দুটি গ্যাস মেশিন জব্দ করা হয়।
.
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে একযোগে অভিযানে অংশ নেন। অভিযানে রবিউলকে আটক করে তার ঘর থেকে মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”
.
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট