মোঃ সাজেদুর রহমানঃ
ভারত সরকার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে স্থলপথে তৌরি পোশাক (গার্মেন্টস পণ্য) আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় রফতানির উদ্দেশ্যে বেনাপোল বন্দরে আসা ৩৬টি ট্রাকের মধ্যে ১২টি ট্রাক ফেরত গেছে ঢাকায়। ২৪টি ট্রাক এখনও বন্দরের কার্গো ইয়ার্ডে দাঁড়িয়ে আছে। ভারতের পেট্রাপোল কাস্টমস এখনও পত্র জারীর পূর্বের এলসি/টিটির পণ্য আমদানির বিষয়ে কোন সমাধান দেয়নি। স্থল পথে পণ্য রফতানিতে সময় ও খরচ কম লাগত কিন্তু সমুদ্র পথে একই পণ্য রফতানিতে সময় ও খরচ হবে প্রায় ৪গুন বেশি।
.
গত ১৭ মে ২০২৫ তারিখে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এক পত্রের মাধ্যমে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ হতে তৈরি পোশার সহ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারী করেছেন। ভারতে প্রবেশের অপেক্ষায় ৩৬টি তৈরি পোশাক বোঝাই বাংলাদেশী ট্রাক বেনাপোল বন্দরে আসে। ভারতীয় কাস্টমস পণ্য রফতানির কার্পাস ইস্যু না করায় এসব ট্রাক রফতানি হয়নি। রফতানি করতে না পেরে ১২টি ট্রাক আজ সোমবার বেনাপোল বন্দর থেকে ফেরত গেছে। এসব পণ্য চট্রগ্রাম সমুদ্র বন্দর দিয়ে রফতানি হবে বলে জানা গেছে।
.
মাহমুদ সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি জাহান আলী বলেন, ঢাকার রফতানিকারক আই এফ এল ফ্যাক্টারী লিঃ তৈরি পোশাকের ৫টি কনসাইমেন্টের ১৫টি ট্রাক এখনও বেনাপোল স্থল বন্দরে দাঁড়িয়ে আছে। এই ৫টি কনসাইনমেন্টে ৬৩৩০৪ কেজি তৈরি পোশাক আছে যার রফতানি মূল্য ৭৫৬১৩১ মার্কিন ডলার।
.
ন্যাশনাল ফ্রেড কার্গো সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি আশানুর রহমান বলেন, ঢাকার ডেনিম্যান লিঃ নামক রফতানিকারক প্রতিষ্টান ৩৩ কাটুন তৈরি পোশাক রফতানির জন্য একটি ট্রাক বেনাপোল বন্দরে পৌছানোর পর জানতে পারি এ পণ্য ভারত সরকার আমদানিতে নিষেধাঙ্গা জারি করেছে। এচালানের রফতানি মূল্য ৮৯২৬ মার্কিন ডলার। পণ্য বোঝাই ট্রাকটি অপেক্ষায় রাখা হয়েছে যদি ভারত থেকে আমদানির অনুমোদন দেয় সে জন্য।
.
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়াড়িং এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক স্থল পথে আমদানির উপর ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এ আদেশ জারির আগে যেসব এলসি/টিটি ভারত থেকে বাংলাদেশে গেছে এই পণ্যগুলো যাতে আমদানির অনুমতি দেয় তার জন্য চেষ্টা চলছে। অনুমতি দেবে কি না এখনও বলা যাচ্ছে না।
বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব অফিসার রেজাউল ইসলাম বলেন, ভারত সরকার স্থলবন্দর দিয়ে রেডিমেট গার্মেন্টস সামগ্রী আমদানি নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক রফতানি বন্ধ হয়েগেছে। রফতানির অপেক্ষায় এখনও বেশ কয়েকটি পণ্য বোঝাই ট্রাক বন্দরে দাঁড়িয়ে আছে।
প্রিন্ট