অপি মুন্সীঃ
মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে স্থানীয়রা রেললাইনে ছিন্নভিন্ন অবস্থায় লাশটি দেখতে পেয়ে দ্রুত ভাঙ্গা রেলওয়ে থানায় খবর দেন। পুলিশ ও স্থানীয়দের ধারনা ওই ব্যক্তি রেলে কাটা পড়ে নিহত হয়েছে।
.
জানা যায়, শনিবার সকালে জেলার শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
.
রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ ও স্থানীয়দের ধারনা। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রিন্ট