মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ
জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি, এর একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও বিএসটিআই অনুমোদনহীন ভেজাল খাদ্যসামগ্রী আটক করেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:২০ মিনিটে পাঁচবিবি উপজেলার জামে মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়ক মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।
আজ শুক্রবার ৯ জানুয়ারি, ২০ বিজিবি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে একদল চোরাকারবারী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সিরাপ একটি গোডাউনে মজুত করেছে। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এর নির্দেশনায় বিজিবির একটি বিশেষ দল সেখানে তল্লাশি চালায়।
তল্লাশিকালে গোডাউন থেকে জেনসি, টাচ্, জেট টেন, রেইনবো, আর আগুনসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৯,০০০ বোতলের বেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও প্রচুর পরিমাণে অনুমোদনহীন ললিপপ, জেল জুস, টেস্টি স্যালাইন ও চিপস জব্দ করা হয়। অভিযানের সময় গোডাউন মালিক নাজমুল হোসেন সরকার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপপ্রায় ২৬টি ভিন্ন প্রকার বিএসটিআই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য ললিপপ, জেল জুস, চিপস ও অন্যান্য যার বাজারমূল্য: ২৬,৮৭,৪৮৫ লক্ষ টাকা।
২০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সামাজিক শান্তি বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 


















