ডেস্ক রিপোর্টঃ
গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৮ ডিসেম্বর দিবাগত রাত ১০ টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৭ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকাতে শীতবস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ দলীয় অর্থায়নে এই কর্মসূচি করেন।
এসময় উপস্থিত গণমাধ্যমের সাথে আলাপকালে মোমিন মেহেদী বলেন, নির্বাচনকে কেন্দ্র সারাদেশে সমাজসেবকদের সমাজসেবা চললেও সব লোক দেখানোর জন্য। কিন্তু তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই জনবান্ধব রাজনীতি করেছে, লোক দেখানোর জন্য নয়। আর একারণেই আমরা ঘুমন্ত মানুষদের গায়ে জড়িয়ে দিচ্ছি শীতবস্ত্র।
এভাবে বাংলাদেশের সকল মানুষের মাঝে শুধু শীতবস্ত্র নয়; সকল রকম নাগরিক অধিকার নিশ্চিত করবার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর থেকে কাজ করছে। নীতি আদর্শ ত্যাগ করে স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজদের সাথে মিলেমিশে সাধারণ মানুষের রক্ত চুষবার লক্ষে যারা রাজনীতি করছে, ছাত্র-যুবকে বোকা বানিয়ে জোট করছে, তাদেরকে সকল প্রক্রিয়াকে না বলে লোভ-মোহহীন দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য নিবেদিত থাকতে বদ্ধ পরিকর নতুনধারার প্রতিটি নেতাকর্মী।
এসময় নতুনধারার নেতৃবৃন্দ ভাসমান-শীতার্তদের মাঝে রাষ্ট্রিয়ভাবে শীতবস্ত্র বিতরণসহ ভাসমান মানুষদের পুর্নবাসিত করারও আহবান জানান।
উল্লেখ্য, গত ১৩ বছর ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ দেশের ভাসমান-বঞ্চিত-শীতার্ত-ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেয়া কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
ডেস্ক রিপোর্ট 



















