আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা কিশোর আলো যুব সংগঠনের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) এক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান ওয়াজ পেশ করেন কুষ্টিয়া থেকে আগত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আরিফ বিল্লাহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মিজানুর রহমান আমিনী ও মাওলানা হোসাইন আহমেদ। তাঁদের বক্তব্যে ইসলামী আদর্শ, নৈতিকতা এবং যুব সমাজকে দ্বীনের পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাস থেকে অনলাইনে যুক্ত ছিলেন জনাব আলমগীর কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মস্তফা কবির। অতিথিরা তাঁদের বক্তব্যে কিশোর আলো যুব সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের উপস্থাপনা ও ইসলামী আবৃত্তি পরিবেশন করেন ফয়েজ আল মাহমুদ, যা উপস্থিত শ্রোতাদের মাঝে বিশেষ সাড়া ফেলে।
ওয়াজ মাহফিল শেষে বাদ আসর পর্যন্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কোরআন তিলাওয়াত, নাত ও ইসলামী পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা, উপদেষ্টা ও সংগঠনের সভাপতির উপস্থিতিতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে রাইস কুকার, ইলেকট্রিক কেটলি সহ বিভিন্ন মূল্যবান পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর 



















