গোলাম রাব্বীঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের গিরিয়ারপার গ্রামের ‘পুকুর খুরির দোলা’ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মোফাজ্জল হোসেন। তিনি উপজেলার নজিরের হাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে গিরিয়ারপার গ্রামের পুকুর খুরির দোলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃতদেহটি নজিরের হাট এলাকার মোফাজ্জলের বলে শনাক্ত করেন উপস্থিত স্বজন ও এলাকাবাসী।
মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি 




















