গোলাম মোর্তবা রিজুঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার টাকাপোড়া গ্রামে জুলাই বিপ্লবে নিহত শহীদ সাগরের লাশ উত্তোলনে পরিবারের আপত্তিতে ফিরে গেলেন তদন্ত কর্মকর্তা।
৭ মে বুধবার সকালে আদালতের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেদুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন ও মেডিকেল অফিসার সজল সোমের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য করর থেকে সাগরের লাশ উত্তোলনে গেলে নিহত শহীদ সাগরের পরিবার আপত্তি জানিয়ে একটি লিখিত আবেদন করে।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২৪ সালের ১৯ জুলাই ঢকায় নিহত হন সাগর আহমেদ। গত ১৫ ফেব্রুয়ারি নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্তের স্বার্থে লাশ কবর থেকে উত্তোলন করতে গেলে পরিবার আপত্তি জানিয়ে একটি লিখিত আবেদন দিলে তদন্ত টিম ফিরে আসে।
প্রিন্ট