ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশনের দক্ষিণ রেলগেটের সন্নিকটে রেললাইনের ধারে কাইমুছ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ আজ শনিবার সকালের দিকে উদ্ধার করা হয়েছে।
.
মৃত ব্যক্তির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গিয়াছে, সেখানে ঠিকানা উল্লেখ আছে নাম কাইমুছ (৫০)। পিতা মইন , মাতা সাহারা বেগম। বাড়ি সেনহাটি, দিঘলিয়া, খুলনা।
.
আজ ৩ মার্চ শনিবার সকালে রেল লাইনের ধারে পড়ে থাকা লাশ দেখে স্থানীয়রা ভেড়ামারা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যায় ।
.
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন তার কাছ থেকে এনআইডি কার্ড পাওয়া গেছে ধারণা করা হচ্ছে রাত্রে ট্রেনের থেকে যে কোন ভাবে পড়ে গিয়ে মারা যেতে পারে। যেহেতু রেললাইনের ধারে লাশ পড়ে আছে,এটা পোড়াদহ জিআরপি থানার আন্ডারে। লাশের পোস্ট মডেম ময়না তদন্ত করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।
প্রিন্ট