শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খোকসা উপজেলা ও পৌর শ্রমিক দল এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
.
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন খান এর নেতৃত্বে র্যালিটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র্যালিতে শ্রমিক দলের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
.
খোকসা বাস স্ট্যান্ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগের প্রতীক। আজকের দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শপথ নিয়ে আমরা দৃঢ় থাকব।
.
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের চালিকা শক্তি। তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় আরও সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ. জেড. জি. রশিদ রেজা বাজু মুন্সী এবং পৌর বিএনপির সদস্য সচিব এস. এম. মোস্তফা শরিফ এবং খোকসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ।
সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজাদ শেখ। এছাড়াও উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।
প্রিন্ট