আব্দুল হামিদ মিঞাঃ
“শ্রমিক-মালিক এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.
এর আগে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। সভায় অবহেলিত বিপুল সংখ্যকজনগোষ্টির আইনি সুরক্ষা ও স্বীকৃতির দাবি জানানো হয়।
উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা মনসুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারি প্রোগ্রামার কর্মকর্তা এস এম জি আযম, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শ্রমিক নেতা আবু হানিফ, জহুরুল ইসলাম পিন্টু, আলাউদ্দিন, রুবেল হোসেন,সামের আলী প্রমুখ।
.
উপস্থিত ছিলেন-উপজেলা জাইকা প্রতিনিধি আল্পনা ইয়াসমিনসহ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ।
প্রিন্ট