হুমায়ন আহমেদঃ
আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের পুলিশ সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশের জন্য ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে পুলিশ সদস্যদের মনোবল স্পৃহা আরো চাঙ্গা করছে।
.
তারই ধারাবাহিকতায় মাদারীপুরে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে আইজিপি ব্যাজে ভূষিত করা হয়েছে। আজকে রাজারবাগ পুলিশ লাইনসে মাননীয় আইজিপি এ পদক এবং সনদ হাতে তুলে দেন।
.
জানতে চাইলে জাহাঙ্গীর আলম জানান বলেন আলহামদুলিল্লাহ!!! পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ) প্রাপ্ত হলাম। মাননীয় আইজিপি স্যার আজকে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আমাকে দৃষ্টান্ত মূলক অবদানের স্বীকৃতিস্বরুপ “আইজিপি ব্যাজ” পরিয়ে দেন।
.
যেকোন পুরস্কারই কর্মস্পৃহা আর কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি করে। আশা করি এ পুরস্কার আমার আগামীর পথচলাকে মসৃণ করবে, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াবে আর আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে অনুপ্রেরণা যোগাবে।
প্রিন্ট