মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসা শিক্ষক শেখ আল কালাম আজাদ (৬১) হত্যাকাণ্ডে দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত কালাম আজাদ চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার শিক্ষক এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব শেখ তানভীর আহমেদের পিতা। তিনি গত ২৭ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হন। পরদিন তার ছেলে থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং ১৩০৯)।
তদন্তে পুলিশ দ্বিতীয় স্ত্রী মানিরা মাকসুরা (৩০), শাশুড়ি রাফেজা (৫৫) ও মো. রাসেল শেখ (২৯)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে রাসেলের দেওয়া তথ্যে ২৯ এপ্রিল সকালে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি মাঠের ভুট্টাক্ষেত থেকে কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।
৩০ এপ্রিল গ্রেপ্তার তিন আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। রাসেল শেখ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুনানির দিন আগামী ৫ মে ধার্য করেছেন আদালত।
মধুখালী থানার ওসি এস. এম. নুরুজ্জামান জানান, নিহতের দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ির যোগসাজশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আসামি রাসেল তার জবানবন্দিতে উল্লেখ করেছেন।
প্রিন্ট