রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল মোঃ আসকান আলী (৬৫) নামে এক ব্যক্তির উপার্জনের একমাত্র সম্বল চা-স্টল। এতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। আসকান আলী উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত খোকা প্রামানিকের ছেলে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
.
খবর পেয়ে নিকটবর্তী বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে নিশ্চিত করেছেন বাঘা ফায়ার স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায়, আসকান আলী ধান কাটা শ্রমিকের কাজ করতে সম্প্রতি নওগাঁর আত্রাই উপজেলায় যায়। তার অনুপস্থিতিতে তার স্ত্রী ছইফুল বেগম (৫০) চা-স্টলটি পরিচালনা করে সংসার চালাচ্ছিল। কিন্তু রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা তার চা-স্টলটি পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ৯৫ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন ছইফুল বেগম।
.
তিনি আরো বলেন, গত শুক্রবার (২৫ এপ্রিল) কতিপয় ব্যক্তিকে তার চা-স্টলে রাজনৈতিক আলোচনা করতে তিনি নিষেধ করেছিলাম। এ সময় তারা তাকে হুমকি দিয়েছিলেন। এ কাজ তারা করে থাকতে পারে বলে তিনি মনে করেন। উপার্জনের একমাত্র মাধ্যমটি হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
.
এ বিষয়ে আসকানের মা মোছাঃ আনেকা বেগম (৮৫) জানান, চায়ের দোকানটি চালিয়ে আমার ছেলে সংসার চালায় ও আমার চিকিৎসা সহ অন্যান্য প্রয়োজন মেটায়। এখন কিভাবে সংসার চলবে বুঝতে পারছি না। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।
প্রিন্ট