ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শ্রীপুরে ছাত্রদলের আহ্বায়ক চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার Logo বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনার এক মাস পর যুবকের মৃত্যু Logo তানোরে বোরো কাটা-মাড়াই শুরু, বাম্পার ফলনের সম্ভাবনা Logo বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীকে প্রশাসন দিয়ে গুম করে হত্যা করেছে হাসিনা Logo হত্যাচেষ্টার মামলায় আসামির জামিন : আদালত চত্বরে বিক্ষোভ-সমাবেশ Logo মুখ চেপে ধরে ভুট্টা ক্ষেতে শিশু ধর্ষণ, হাসপাতালে ভর্তি Logo খোকসায় মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার বুদো ইন্তেকাল ও দাপন সম্পন্ন Logo দৌলতপুরে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন Logo যশোর থেকে অপহৃত ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ সাতক্ষীরা থেকে উদ্ধার, আটক ৩ Logo নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত-১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

হত্যাচেষ্টার মামলায় আসামির জামিন : আদালত চত্বরে বিক্ষোভ-সমাবেশ

ইসমাইল হোসেন বাবুঃ

 

হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আব্দুল মান্নান (৪৫) নামের এক আসামিকে জামিনের প্রতিবাদে কুষ্টিয়ার আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধরা।

 

সুশীল সমাজ ও ছাত্র-জনতার ব্যানারে রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আসামির জামিন আদেশ বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।

 

এর আগে, গত শুক্রবার কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল মান্নান ওই এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে এবং কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার পদে কর্মরত।

 

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ইয়ামিন আলী নামে এক যুবকের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান।

 

সম্প্রতি আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মান্নানের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার এড়াতে মান্নান ১৬ এপ্রিল পৌরসভা থেকে বের হয়ে আর অফিসে যাননি। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মান্নানকে তার বাড়ির আঙিনা থেকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার পর তাকে আদালতে তোলা হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) অনুপ কুমার সরকার বলেন, মামলার এজাহারে আব্দুল মান্নানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো এলিগেশন ছিল না। তারপরও তাকে আদালতে নেওয়ার সময় জামিন না দিতে আবেদন করে ফরোয়ার্ডিং দেওয়া হয়। জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। এ ব্যাপারে আমরা কিছু জানি না, বলারও নাই।

 

আদালতের সদর জিআরও শাখা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে আব্দুল মান্নানকে সদর জিআরও শাখাতে নেওয়া হয়। এরপর মান্নানকে আদালতের হাজতখানায় রাখা হয়। এদিন ছুটি থাকায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত দায়িত্বে ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকার।

 

আব্দুল মান্নানের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন এবং বিকেল সাড়ে ৫টার দিকেই মান্নান আদালতের হাজতখানা থেকে বের হয়ে যান।

 

বিএনপি নেতা আল আমিন রানা কানাইয়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুল মুঈদ বাবুল, আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমতিয়াজ দিবস, সাবেক ছাত্রনেতা নাহিদুল ইসলাম প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসরেরা এখনো থানা ও আদালতে বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে আদালত থেকে ছাত্র-জনতার ওপর হামলাকারীরা দাঁড়ানো মাত্রই জামিন পেয়ে যাচ্ছে। শনিবার সরকারি ছুটির দিনে বদলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকারের আদালত আওয়ামী দোসর আব্দুল মান্নানকে জামিন দেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে ছাত্রদলের আহ্বায়ক চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার

error: Content is protected !!

হত্যাচেষ্টার মামলায় আসামির জামিন : আদালত চত্বরে বিক্ষোভ-সমাবেশ

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপােটার :

ইসমাইল হোসেন বাবুঃ

 

হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আব্দুল মান্নান (৪৫) নামের এক আসামিকে জামিনের প্রতিবাদে কুষ্টিয়ার আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধরা।

 

সুশীল সমাজ ও ছাত্র-জনতার ব্যানারে রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আসামির জামিন আদেশ বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।

 

এর আগে, গত শুক্রবার কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল মান্নান ওই এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে এবং কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার পদে কর্মরত।

 

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ইয়ামিন আলী নামে এক যুবকের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান।

 

সম্প্রতি আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মান্নানের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার এড়াতে মান্নান ১৬ এপ্রিল পৌরসভা থেকে বের হয়ে আর অফিসে যাননি। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মান্নানকে তার বাড়ির আঙিনা থেকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার পর তাকে আদালতে তোলা হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) অনুপ কুমার সরকার বলেন, মামলার এজাহারে আব্দুল মান্নানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো এলিগেশন ছিল না। তারপরও তাকে আদালতে নেওয়ার সময় জামিন না দিতে আবেদন করে ফরোয়ার্ডিং দেওয়া হয়। জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। এ ব্যাপারে আমরা কিছু জানি না, বলারও নাই।

 

আদালতের সদর জিআরও শাখা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে আব্দুল মান্নানকে সদর জিআরও শাখাতে নেওয়া হয়। এরপর মান্নানকে আদালতের হাজতখানায় রাখা হয়। এদিন ছুটি থাকায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত দায়িত্বে ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকার।

 

আব্দুল মান্নানের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন এবং বিকেল সাড়ে ৫টার দিকেই মান্নান আদালতের হাজতখানা থেকে বের হয়ে যান।

 

বিএনপি নেতা আল আমিন রানা কানাইয়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুল মুঈদ বাবুল, আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমতিয়াজ দিবস, সাবেক ছাত্রনেতা নাহিদুল ইসলাম প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসরেরা এখনো থানা ও আদালতে বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে আদালত থেকে ছাত্র-জনতার ওপর হামলাকারীরা দাঁড়ানো মাত্রই জামিন পেয়ে যাচ্ছে। শনিবার সরকারি ছুটির দিনে বদলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকারের আদালত আওয়ামী দোসর আব্দুল মান্নানকে জামিন দেন।


প্রিন্ট