আবদুস সালাম তালুকদাঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোঃ আজমাইল (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর স্কুল পাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে।
.
শনিবার ( ২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর স্কুল পাড়ায় এই ঘটনা ঘটে।
.
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, পরিবার ও এলাকাবাসী সূত্র জানা যায় মৃত আজমাইল রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে রহনপুরে হোস্টেলে থেকে লেখাপড়া করতো।
.
শনিবার আনুমানিক ১০টার দিকে সে বাসায় আসলে তাকে একাই বাসায় রেখে তার মা মোসাঃ হেনা বেগম ও তার বড় ভাবি আজমেরি খাতুন চিকিৎসা জনিত কারণে আড্ডা যায়। এবং তারা চিকিৎসা শেষ দুপুর সারে ১২টার দিকে বাসায় এসে দেখে ঘরের সিলিং ফ্যানে দড়ি পেঁচিয়ে আত্মাহত্যা করে।
.
পরে এলাকাবাসীর সহযোগিতার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট