মুস্তাফিজুর রহমান শিমুলঃ
ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর নেতৃত্বে সোমবার (১৪এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য বর্ষবরন ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নানা শ্রেনীপেশার মানুষের অংশগ্রহনে শোভাযাত্রাটি সদর বাজার সংলগ্ন ব্রীজ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
.
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রজিউল্লাহ খান, ইউপি চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
.
বর্ষবরনের শুরুতে জাতীয় সঙ্গীত ও বৈশাখী গান পরিবেসন করে উপজেলা চন্দ্রলোক পরিবারের সদস্যরা। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পান্তা খাওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষ।
প্রিন্ট