মুস্তাফিজুর রহমান শিমুলঃ
ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে পদ্মা নদীতে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। জাটকা রক্ষায় শনিবার দিনব্যাপী পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।এ সময় বিভিন্ন জেলে নৌকা থেকে ২৭কেজি মাছ ও ছয় হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করার পাশাপাশি নিষেধাজ্ঞা
অমান্য করে জাটকা নিধোন করায় চার জেলেকে পনেরো দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
.
দন্ডপ্রাপ্তরা হলেন সুজানগর উপজেলার হান্নান মোল্লা(৪৩) পাবনার বেড়া উপজেলার আমিনপুর গ্রামের মোঃ আসলাম মন্ডল (৪৫ ) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোঃ বাবুল ইসলাম(২৮) ও রাজবাড়ীর পাংশা উপজেলার মোঃ আবু সাঈদ(৩৩)।
.
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মতস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব,ক্ষেত্র সহকারী শামিম আরেফিন ও পুলিশ সদস্য।জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি মাছগুলো স্থানীয় দুটি মাদরাসায় বিতরন করা হয়।
.
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নিশাত ফারাবী বলেন জাটকা সংরক্ষন সপ্তাহ শেষ হলেও পরবর্তীতে মতস্য সম্পদ রক্ষায় নদীতে অযিান অব্যাহত থাকবে।
প্রিন্ট