মানিক কুমার দাসঃ
ফরিদপুর জেলা প্রতিনিধি প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৫ তম আবির্ভাব উৎসব পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
.
আজ শনিবার রাতে শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী, ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, মহানাম সম্প্রদায়ের প্রধান সেবাইত মানস বন্ধু ব্রহ্মচারী, মহানাম সম্প্রদায়ের কার্য নির্বাহী সদস্য বন্ধু প্রীতম ব্রহ্মচারী। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধু কিশোর ব্রহ্মচারী।
.
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালচামটের স্থায়ী বাসিন্দা ইসমাইল হোসেন লাবলু, রাম দত্ত, অমল কুমার সাহা, মিন্টু সাহা, নিতাই রায়, শ্যামল কর্মকার, প্রকাশ স্বরূপ অপু, সুব্রত রবিদাস, বিশ্বনাথ সাহা, স্বপন কুমার সাহা, বৈদ্যনাথ সরকার, শংকর কুমার সাহা, রঞ্জিত ভৌমিক, আশুতোষ বিশ্বাস, রামপ্রসাদ সাহা, সজল কুমার সাহা, বাবলু মন্ডল, শ্যামল চন্দ্র সাহা, প্রমূখ।
.
সভায় আগামী ৫ মে হতে নয় দিন ব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
প্রিন্ট