রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুর উপজেলায় রেললাইনে ১৫ কিলোমিটারের মধ্যে পৃথক স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস নামে দুইটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ও আজিমনগর স্টেশনের অদূরে বিষ্টপুর এলাকায় ট্রেন লাইনে ফাটল দেখা গেছে। ২ ঘন্টা পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হলেও দূর্ঘটনার ১৭ ঘন্টায়ও রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আব্দুলপুর জংশন স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন মাহমুদ।
জানা যায়, শনিবার (১২ এপ্রিল) ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস এলাকায় আংগারীপাড়া নামক স্থানে ভোর ৪ টার দিকে লাইনচ্যুত হয়। সকাল ৬ টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে পুনরায় পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে সকাল ৭ টার দিকে উপজেলার আজিমনগর ও আব্দুলপুর জংশন স্টেশনের মধ্যবর্তী বিষ্টপুর এলাকায় রেললাইনে ফাটল দেখা যায়। স্থানীয়রা রেলওয়ে স্টেশন মাস্টারকে অবহিত করলে মেরামতকর্মীরা এসে রেললাইনের ফাটল মেরামতের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছে আজিমনগর স্টেশন মাস্টার।
এর আগে শুক্রবার (১১ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছানোর ৫ কি.মি আগে বাওড়া ব্রিজ এলাকায় ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চাকা ভেঙ্গে ট্রেনটি লাইনচ্যূত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন মাহমুদ সময়ের প্রত্যাশাকে বলেন, রাত সোয়া ১০ টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের ৩ নম্বর চাকা ভেঙে লাইনচ্যূত হয়েছে। তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দল ঘটনা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭ টার দিকে ট্রেনের বগি গুলো লাইন থেকে উদ্ধার করেছে। ইঞ্জিন উদ্ধারের কাজ চলমান রয়েছে। তবে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুর ৩ টায় প্রতিবেদন লেখা পর্যন্ত লাইনচ্যূত রাজশাহী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন উদ্ধারের কার্যক্রম চলমান ছিল।
প্রিন্ট