মো: হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় স্থানীয় সোনাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের মাইজদী বাজারের পশ্চিম পাশে পাওয়ার টিলারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার ( ২৯ মার্চ) বিকালে সোনাদিয়া মাইজদি বাজার এলাকায় চৌহমুনি টু চরচেঙ্গা রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল আরোহী হাসান (১৬) নিঝুমদ্বীপ ইউনিয়ন মদিনা গ্রামের জয়নাল আবদিনের ছেলে। গুরুতর আহত হোন্ডা চালক নাহিদকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
ঘটনার স্থলের এক প্রত্যক্ষদর্শী জানান, আজ বিকালে দিকে মাইজদী বাজার এলাকায় বালি বোঝাই একটি দ্রুতগামী পাওয়ার টিলারের সাথে রাস্তার মোড়ে যাত্রী বহনকারী দ্রুতগামী মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়লে পাওয়ার টিলারের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত হাসানের লাশ ও পাওয়ার টিলার উদ্ধার করে হাতিয়া থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
প্রিন্ট