রাশিদুল ইসলাম রাশেদঃ
ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য আমরা মাঠে কাজ করে যাবো। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, সেভাবে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো। নতুন বাংলাদেশ গড়বো।
শনিবার (২৯ মার্চ) বিকালে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুল মাঠে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা, বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এড. ফারজানা শারমিন পুতুল।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, যুবদল নেতা বিপ্লব, ছাত্র নেতা সুইট প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট