মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুরে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী রেশমা নামে এক নারী নিহত। উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামে জিহাদ শেখের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এই তথ্যটি নিশ্চিত করেন শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন।
–
নিহত রেশমা পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের রিপন মিয়ার মেয়ে।
–
জানা জায়, ঘাতক স্বামী শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে জিহাদ শেখ। গত (২৮ মার্চ) শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামে জিহাদ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে।
–
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে প্রায়ই রেশমার সঙ্গে জিহাদের দাম্পত্য জীবনে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে জিহাদ পালিয়ে যায়। এরপর গুরুতর আহত রেশমাকে জিহাদ শেখের মা প্রতিবেশীদের সহযোগিতায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রেশমার অবস্থা গুরুতর হওয়ায় নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
–
আরো জানা যায়, সদর হাসপাতালে রেশমার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে জিহাদ শেখের পরিবারের লোকজন ঢাকায় না নিয়ে বাড়িতে নিয়ে এসে রেশমাকে রেখে পালিয়ে যায়। এলাকার লোকজন পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
–
এ বিষয়ে শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। প্রকৃত রহস্য উদ্ঘাটন ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রিন্ট