মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুরে সেনা অভিযানে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনা ক্যাম্প কুষ্টিয়া জানায়, বাংলাদেশ সেনা বাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক জেলার ভারত সীমান্ত সংলগ্ন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপির বাগোয়ান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৯ মার্চ) ভোরে এ অভিযান চালানো হয় সেনা বাহিনী দ্বারা।
এ সময় কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান তার বাড়িতে অভিযানে আক্রমণ করে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ মেহেদীকে গ্রেপ্তার করা হয়। মেহেদী বাগোয়ান হিসনাপাড়া গ্রামের মৃত মোসলেম সর্দারের ছেলে।
স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে সেনা সদস্যরা জানতে পারে যে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও পাচারের সাথে জড়িত। এবং এলাকায় সে মাদকে গডফাদার নামে পরিচিত।
তার এ মাদক ব্যবসা দৌলতপুর সীমান্ত এলাকা থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত বিস্তৃত। এছাড়া, এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ও তার কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্প জানিয়েছে।
প্রিন্ট