ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু বক্কার মিয়ার বড় ছেলে কাতারে অবস্থিত বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. মহাসিন মিয়া মন্টু (৭০) কাতারের রাজধানী দোহার একটি বেসরকারী হাসপাতালে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রভাষক মহাসিন মিয়া আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান ও আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসানের বড় ভাই।
তার ওসিহত অনুযায়ী লাশ কাতারে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।
তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম.এম.মোশাররফ হোসেন (মুশা মিয়া), বোয়ালমারী পৌর মেয়র মো: মোজাফফার হোসেন বাবলু শোক জানিয়েছেন।
এছাড়া দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার প্রকাশক ও সাপ্তাহিক আগামীর প্রত্যাশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুরসিদ আহমেদ সিকদার লিটু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রিন্ট