রাশিদুল ইসলাম রাশেদঃ
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে লালপুরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালন করা হয়েছে। প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয় দিবসটির। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের আপামর সাধারণ জনতা পুষ্প স্তাবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্প স্তাবক অর্পণ করা হয়।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইডের সম্মিলিত সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা, খেলাধুলা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।
সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিকালে দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু। এ সময় তিনি অগামী শনিবার (২৯ মার্চ) প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুল মাঠে মহান স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থানে শহীদ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুজ্জামান সরকার সকলকে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আগামী শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে সকলকে যোগ দেয়ার আহ্বান জানান।
দিনটি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতাকে ভূলন্ঠিত করার জন্য আওয়ামী সহ দেশী বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত আছে। তারা সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করছে। দেশ নায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাআল্লাহ। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো।
এছাড়া দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নিজ উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে।
প্রিন্ট