সাহিদা পারভীনঃ
জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, আওয়ামীলীগ সারাদেশে অপতৎপরতার চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপতৎপরতা রুখতে হবে। তিনি গত মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
কালুখালী উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এড লিয়াকত আলী বাবু।
এতে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁন, কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান খান, ওবায়দুল কবির কুন্নু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, শাহজালাল মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিঞা, সাধারন সম্পাদক মেহেদী আল মনসুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান ছানা, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারন সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আব্দুল মালেক।
প্রিন্ট