ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের গাড়ি বহরে হামলা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকালে উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা এলাকায় এঘটনা ঘটে।
জানাগেছে শুক্রবার বিকালে শহীদুল ইসলাম বাবুল গাড়ীর বহর নিয়ে রাখালগাছি গ্রামে মন্টু মোল্যার বাড়ীতে খাৎনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রওয়ানা হয়। দহিসারা গ্রামে পৌছালে চরযোশরদী ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ তাকে বাধা সৃষ্টি করে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে শহীদুল ইসলাম বাবুলের লোকজনের উপর হামলা চালিয়ে তাদেও মারপিট করে। এ হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে কামাল হোসেন বলেন, বাবুল ভাই কেন্দ্রীয় নেতা। উনি আওয়ামীলীগের সমর্থিতদের বাড়ীতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে। আমি এটা উনাকে বুঝাতে চেষ্টা করেছি। কিন্তু উনার সফর সঙ্গীরা আমার উপর হামলা করে। তখন আমাদের লোকজন পাল্টা হামলা করে মারপিট করে।
চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বলেন, বাবুল ভাই কেন্দ্রীয় নেতা হয়ে আওয়ামিলীগের বাড়ীতে দাওয়াত খাবে এটা আমাদের নেতাকর্মীরা সহ্য করতে পারেনি তাই হামলা করেছে।
মারপিটের কথা অস্বীকার করে শহীদুল ইসলাম বাবুল বলেন, আমাদের নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল।
থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনায় বড় ধরনের কোন ঘটনা ঘটতে পারেনি।