কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিনিয়ত করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। করোনায় মারা গেছে ভেড়ামারায় এ পর্যন্ত ৩৮জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনায় মৃত্যু ও সংক্রমণে।
করোনা রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ”ভেড়ামারা সমিতি ঢাকা” সংগঠনের পক্ষথেকে উপহার হিসেবে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার আজ দুপুরে প্রদান করেছেন ।
ভেড়ামারা সমিতি ঢাকা সংগঠনের সভাপতি ডাঃ রতন কুমার পাল, অর্থোপেডিক সার্জন ও সহকারী অধ্যাপক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। সংগঠনিক সচিব ডাঃ সাইফুল ইসলাম,ভেড়ামারা এসএসসি ৮৮ ব্যাচের সাধারন সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, প্রকৌশলী সুলতান আহমেদ উপস্থিত থেকে মোট ৫টি অক্সিজেন সিলিন্ডার (আজ ১৫জুলাই বৃহস্পতিবার দুপুরে) ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীনের হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।
প্রিন্ট