রাশিদুল ইসলাম রাশেদঃ
মাদকবিরোধী অভিযানে নাটোরের লালপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ মার্চ) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার শিবনগর গ্রামের মৃত আজের মোল্লার ছেলে মোঃ বুদু মোল্লা (৪৮) ও রাজশাহীর বাঘা উপজেলার চকনাজিরপুর গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ শাহীনুর আলম (৩১)।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ আল মাসুম এর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার তিলোকপুর গ্রামের ফাঁকা রাস্তায় সন্দেহভাজন শাহিনুর আলম ও বুদু মোল্লার সঙ্গে থাকা একটি প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ দশটি ফেনসিডিল বোতল পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়। এ সময় তারা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে লালপুরের বিভিন্ন জায়গায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোমিনুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রিন্ট