আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শাহ শফিকুল ইসলাম চঞ্চল।
এ সময় উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আসাদ বিন সাইদ, রফিকুল ইসলাম, নাটোর সদর জিয়া পরিষদের সভাপতি আব্দুল মালেক, নলডাঙ্গা জিয়া পরিষদের সভাপতি এএসএম শামসুজ্জামান, বাগাতিপাড়া জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্যাংক কর্মকর্তা নূর মোহাম্মদ সেলিম ও কৃষিবিদ মোশাররফ হোসেন প্রমুুখ।
ইফতার মাহফিল শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রিন্ট