রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় আহত জালাল মিয়া (৬৫) নামের সেই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।
এর আগে (১৪ মার্চ) উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী বাজারে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে একটি আলু বোঝায় ট্রাক বাকি মল্লিক ও জালাল মিয়াকে চাপা দেয়। এসময় বাকি মল্লিক ঘটনা স্থলে মারা যায়। মো. জালাল মিয়া গুরুতর আহত হয়ে ৫ দিন পর মঙ্গলবার (১৮ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, গত শুক্রবার ফজরের নামাজ আদায় করে বাকি মল্লিক ও জালাল মিয়া কানখরদী বাজারে যাওয়ার সময় একটি আলুর ট্রাক তাদের চাপা দেয়। ঘটনা স্থালে বাকি মল্লিক মারা যায়। মঙ্গলবার রাতে চিকিৎসারত অবস্থায় জালাল মিয়া মারা গিয়েছে। তার লাশ ঢাকা থেকে বাড়িতে আনা হয়। বুধবার সকাল ১০ টায় মৃতের নিজ এলাকায় জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে তার লাশ স্থানীয় কবরে দাফন সম্পন্ন করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।
প্রিন্ট