রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে নিরাপদ খাদ্য ও নায্যমূল্য নিশ্চিতে অভিযান চালিয়েছে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে লালপুর বাজারের বিভিন্ন ফলমূল, মুদিখানা ও কসমেটিকস সামগ্রীর দোকানে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (৩৭ ধারা) অনুযায়ী পণ্যের গায়ে মূল্য না থাকায় ঝিলিক স্টোরকে ২ হাজার টাকা ও জিলাপিতে হাইড্রোজ দেওয়ার অপরাধে (৪৩ ধারা অনুযায়ী) শ্রী কৃষ্ণ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জিহাদ দই ঘরে নোংরা পরিবেশে রাখা জিলাপি ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক নাজমুল হাসান সময়ের প্রত্যাশাকে বলেন, দুটি দোকানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা ও একটি দোকানে নোংরা পরিবেশে রাখা জিলাপি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট