কাজী সাব্বির হোসেন শিমুঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির লক্ষীপুর গ্রামে সোমবার (১৭ মার্চ) গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ সোহাগ হোসেন অরফে শুকনাল (৩৩) নামের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ধৃত শুকনাল লক্ষীপুর গ্রামের নাসির হোসেনের ছেলে। উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে- ১টি ওয়ান শুটার গান, ২টি ব্ল্যাঙ্ক কার্তুজ, ২টি হাসুয়া ও ১টি স্টীলের তৈরী বাটন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই মো. শিহাবুদ্দীন সঙ্গীয় পুলিশ ফোর্স ও যৌথ বাহিনীর সহায়তায় অভিযানে শুকনালের বসত ঘরের পশ্চিম পাশের খড়ের পালার মধ্য হতে শুকনালের দেখানো মতে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই মো. শিহাবুদ্দীন বাদী হয়ে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে সোহাগ হোসেন অরফে শুকনালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন
প্রিন্ট