ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারীতে ক্রিকেট টুর্নামেন্ট খেলা নিয়ে দু’দলের খেলোয়াড়দের সংঘর্ষে আহত ২

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে ডা. ইলিয়াস মোল্লা ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আব্বাস বিশ্বাসের ছেলে আমানউল্লাহ বিশ্বাস (২২), ও একই গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে খালিদ বিশ্বাস (১৯) গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট খেলায় দুই দলের খেলোয়াড়দের সাথে সংঘর্ষ হয়।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, একদিন ব্যাপী ডা. ইলিয়াস মোল্লা ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করেন উপজেলা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ৮ দলীয় এ খেলায় একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চালিনগর নিচু পাড়া গ্রামের ক্রিকেটারদের দলে বাহির থেকে একজন খেলোয়াড় অংশগ্রহণ করে। এসময় ৫ নং ওয়ার্ডের ক্রিকেটাররা ওই খেলোয়াড়কে নিয়ে আপত্তি তোলে। এই তুচ্ছ ঘটনা নিয়ে দুই দলের খেলোয়াড়দের তর্কাতর্কি হয়ে এক পর্যায় মারামারিতে গড়ায়।

 

ক্রিকেট টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মো. ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাও মো. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন রোকন কফিল উদ্দিন বিশ্বাস।

 

উপজেলা জামায়াতের আমীর মাও. মো. শহিদুল ইসলাম বলেন, যোহরের নামাজ পড়তে গেলে এসে শুনি দুই দলের খেলোয়াড়দের মারামারি হয়েছে। দুই জন খেলোয়াড় আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।

 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক

error: Content is protected !!

বোয়ালমারীতে ক্রিকেট টুর্নামেন্ট খেলা নিয়ে দু’দলের খেলোয়াড়দের সংঘর্ষে আহত ২

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে ডা. ইলিয়াস মোল্লা ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আব্বাস বিশ্বাসের ছেলে আমানউল্লাহ বিশ্বাস (২২), ও একই গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে খালিদ বিশ্বাস (১৯) গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট খেলায় দুই দলের খেলোয়াড়দের সাথে সংঘর্ষ হয়।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, একদিন ব্যাপী ডা. ইলিয়াস মোল্লা ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করেন উপজেলা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ৮ দলীয় এ খেলায় একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চালিনগর নিচু পাড়া গ্রামের ক্রিকেটারদের দলে বাহির থেকে একজন খেলোয়াড় অংশগ্রহণ করে। এসময় ৫ নং ওয়ার্ডের ক্রিকেটাররা ওই খেলোয়াড়কে নিয়ে আপত্তি তোলে। এই তুচ্ছ ঘটনা নিয়ে দুই দলের খেলোয়াড়দের তর্কাতর্কি হয়ে এক পর্যায় মারামারিতে গড়ায়।

 

ক্রিকেট টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মো. ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাও মো. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন রোকন কফিল উদ্দিন বিশ্বাস।

 

উপজেলা জামায়াতের আমীর মাও. মো. শহিদুল ইসলাম বলেন, যোহরের নামাজ পড়তে গেলে এসে শুনি দুই দলের খেলোয়াড়দের মারামারি হয়েছে। দুই জন খেলোয়াড় আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।

 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট