কাজী নূরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণ করার দায়িত্ব বিএনপির, অন্য কোনো রাজনৈতিক দলের না। কারণ জনগণ বিএনপির নেতৃত্বে তাদের সেই কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পূরণে আজও তারা বিএনপির প্রতি অবিচল আস্থা রেখেছে। বিএনপি জনগণের সেই স্বপ্ন পূরণে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করে বিরামহীন ধারাবাহিক আন্দোলন করেছে, যা অন্য কোনো রাজনৈতিক দল করেনি। তারা কখনো আন্দোলন করেছে, আবার কখনো বিশ্রাম নিয়েছে।
মঙ্গলবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, যে আওয়ামী লীগ বরাবরই নিজেদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করেয়েছিল, বিএনপির কোন কর্মী সেই অবস্থায় নিজেকে দাঁড় করাবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে দাঁড় করানোর দুঃসাহস দেখানোর চেষ্টা করে তার জায়গা আর কোনো দিন বিএনপিতে হবে না।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, বিএনপি নেতা মোজহার আলী প্রমুখ। ইফতার পূর্বে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহয়ের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুুদুর রহমান শামীম, সিরাজ মোল্লা, মিজানুর রহমান, শহীদ আলম, জাহাঙ্গীর হোসেন, মহিলাদল নেত্রী জাহানারা বেগম, মাসুদা ফারুক মিনু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, ছাত্রদল নেতা ইমামুল ইসলাম প্রমুখ।
এদিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির এক নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সহ সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।
প্রিন্ট