মানিক কুমার দাসঃ
ফরিদপুর ইটভাটা মালিক সমিতি সাত দফা দাবি আদায়ের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাযালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ স্মারকলিপি দেয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবিরের কাছে।
এসময় উপস্থিত ছিলেন, ভাটা মালিক সমিতির সহ সভাপতি আবু সাইদ পান্নু, যুগ্ম সাধারন সম্পাদক মো; রউফ মিয়া, নুর মোস্তফা সুমন, তাজুল ইসলাম তারেক প্রমুখ।
ফরিদপুর ভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক মিয়া বলেন, ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আমরা আমাদের যৌক্তিক সাতদফা দাবি নিয়ে স্মারক লিপি প্রদান করলাম। আশা করছি আমাদের এই দাবিগুলো অবশ্য বিবেচনা করবেন।
প্রিন্ট