ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক Logo নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ Logo সদরপুরে যুব মজলিসের ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন Logo নাটোরে পুলিশ তল্লাশীতে ইঞ্জিনিয়ারের গাড়িতে পাওয়া ৩৭ লাখ টাকা জব্দ Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সম্পাদক আবুবকর সিদ্দিক Logo বোয়ালমারীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা Logo জাতিসংঘে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রতিবাদ Logo মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে মার ধরের অভিযোগ, থানায় মামলা

- ছবিঃ প্রতীকী।

এম. এ আজিজঃ

 

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে বেধড়ক পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের জোড়খালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা তিন বখাটের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি মামলা করেছেন।

 

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন জোড়খালী এলাকার মাহাবুব মল্লিকের ছেলে রাজ মল্লিক (১৯), সালাম মল্লিকের ছেলে সিফাত মল্লিক (২২) এবং মোস্তফা মল্লিকের ছেলে আরিফ মল্লিক (২১)। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।

 

মামলা সূত্রে জানা যায় , আসামিরাি এলাকার চিহ্নিত বখাটে এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির তরুণ। বাদীর মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। তাকে স্কুলে আসা-যাওয়ার পথে ১ নম্বর আসামি রাজ মল্লিক প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন। মেয়েটি এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পাশাপাশি বাড়িতে এসে সবাইকে জানায়। বাদীসহ পরিবারের লোকজন বখাটে রাজি মল্লিককে একাধিকবার এমন কর্মকাণ্ড করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদীর মেয়েকে আসামি রাজ মল্লিক অপহরণ করার হুমকি দিতে থাকেন।

 

 

বাদী সোমবারের ঘটনা উল্লেখ করে বলেন, ১০ মার্চ দুপুর সোয়া ১২টার দিকে তাঁর মেয়ে প্রাইভেট পড়া শেষ করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে আসামিরা তাঁর মেয়ের পথ রোধ করেন। এ সময় মেয়েটির পরনে থাকা কাপড়চোপড় ধরে টানাহেঁচড়া করা শুরু করেন। একপর্যায়ে গায়ের ওড়না টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলেন। মেয়েটি দৌড়ে বাড়িতে এসে ঘটনা তাঁকে (বাদী) জানালে তিনি ঘটনাস্থলে এসে আসামিদের শাসান। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠি ও লোহার রড দিয়ে বাদীকে বেধড়ক মারধর করেন। এ সময় মেয়ে বাদীকে রক্ষায় এগিয়ে এলে আসামিরা তাকেও মারপিট করেন। বাবা-মেয়ে আহত অবস্থায় ডাকচিৎকার করলে বাদীর ভাই মো. আলম ব্যাপারী এসে আসামিদের বাধা দিলে তাঁকেও মারপিট করেন আসামিরা।

 

 

এ সময় আশপাশের লোকজন আসামিদের হাত থেকে তাঁদের উদ্ধার করেন। তখনি আসামিরা লোকজনের সামনে প্রকাশ্যে বাদীর মেয়েকে অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণ ও খুন-জখমের হুমকি দিয়ে চলে যান। রাজ মল্লিকসহ আসামিরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে জানতে চাইলে অভিযুক্ত রাজ মল্লিকের মা আমেনা বেগম বলেন, ‘আমার স্বামী বিদেশে থাকায় ছেলেটা কিছুটা বখে গিয়েছে। আমি ওকে সামাল দিতে পারি না। এ ঘটনায় আইনগতভাবে যা কিছু হবে, তা আমি মেনে নেব।’

 

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মং চেনলা বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

error: Content is protected !!

এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে মার ধরের অভিযোগ, থানায় মামলা

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
এম. এ আজিজ, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :

এম. এ আজিজঃ

 

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে বেধড়ক পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের জোড়খালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা তিন বখাটের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি মামলা করেছেন।

 

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন জোড়খালী এলাকার মাহাবুব মল্লিকের ছেলে রাজ মল্লিক (১৯), সালাম মল্লিকের ছেলে সিফাত মল্লিক (২২) এবং মোস্তফা মল্লিকের ছেলে আরিফ মল্লিক (২১)। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।

 

মামলা সূত্রে জানা যায় , আসামিরাি এলাকার চিহ্নিত বখাটে এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির তরুণ। বাদীর মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। তাকে স্কুলে আসা-যাওয়ার পথে ১ নম্বর আসামি রাজ মল্লিক প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন। মেয়েটি এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পাশাপাশি বাড়িতে এসে সবাইকে জানায়। বাদীসহ পরিবারের লোকজন বখাটে রাজি মল্লিককে একাধিকবার এমন কর্মকাণ্ড করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদীর মেয়েকে আসামি রাজ মল্লিক অপহরণ করার হুমকি দিতে থাকেন।

 

 

বাদী সোমবারের ঘটনা উল্লেখ করে বলেন, ১০ মার্চ দুপুর সোয়া ১২টার দিকে তাঁর মেয়ে প্রাইভেট পড়া শেষ করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে আসামিরা তাঁর মেয়ের পথ রোধ করেন। এ সময় মেয়েটির পরনে থাকা কাপড়চোপড় ধরে টানাহেঁচড়া করা শুরু করেন। একপর্যায়ে গায়ের ওড়না টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলেন। মেয়েটি দৌড়ে বাড়িতে এসে ঘটনা তাঁকে (বাদী) জানালে তিনি ঘটনাস্থলে এসে আসামিদের শাসান। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠি ও লোহার রড দিয়ে বাদীকে বেধড়ক মারধর করেন। এ সময় মেয়ে বাদীকে রক্ষায় এগিয়ে এলে আসামিরা তাকেও মারপিট করেন। বাবা-মেয়ে আহত অবস্থায় ডাকচিৎকার করলে বাদীর ভাই মো. আলম ব্যাপারী এসে আসামিদের বাধা দিলে তাঁকেও মারপিট করেন আসামিরা।

 

 

এ সময় আশপাশের লোকজন আসামিদের হাত থেকে তাঁদের উদ্ধার করেন। তখনি আসামিরা লোকজনের সামনে প্রকাশ্যে বাদীর মেয়েকে অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণ ও খুন-জখমের হুমকি দিয়ে চলে যান। রাজ মল্লিকসহ আসামিরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে জানতে চাইলে অভিযুক্ত রাজ মল্লিকের মা আমেনা বেগম বলেন, ‘আমার স্বামী বিদেশে থাকায় ছেলেটা কিছুটা বখে গিয়েছে। আমি ওকে সামাল দিতে পারি না। এ ঘটনায় আইনগতভাবে যা কিছু হবে, তা আমি মেনে নেব।’

 

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মং চেনলা বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে


প্রিন্ট