প্রদীপ্ত চক্রবর্তীঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার জনসাধারণ ডাকাতের আতঙ্কে শঙ্কিত । বিগত দুই দিনের ব্যবধানে দুই এলাকায় সাতটি ডাকাতির ঘটনায় ভয়, আতঙ্ক বিরাজ করছে স্থানীয় জনসাধারণের মাঝে । গত দুই দিনে পটিয়া উপজেলার ভাটিখাইনের পর সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে হাইদগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্রীমতি বাড়ি, লোকনাথ মন্দির, বিপুল চন্দ্রের চায়ের দোকান, উজ্জ্বল চন্দ্রের বাড়িতে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে অস্ত্রের মুখে স্বর্ণালংকার, নগদ টাকা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় ।
এই সময় ডাকাত দলের হামলায় উজ্জ্বল চন্দ্র (৪২), সন্ধ্যা রানী চন্দ্র (৭৬) মারাত্মকভাবে আহত হয় । তাদেরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
ইতিপূর্বে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাটিখাইন এর মাহবুব চেয়ারম্যানের বাড়ির আবু তাহের, শামসুল আলম, ওবায়দুল আলম শহীদের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় ।পরপর দুই দিনের ব্যবধানে ডাকাতির ঘটনায় পুরো এলাকায় ভয়, আতঙ্ক বিরাজ করছে স্থানীয় জনসাধারণের মাঝে। তারা এই ব্যাপারে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জায়েদ নূর বলেন, ডাকাতির ঘটনা সম্পর্কে আমরা অবহিত হয়েছি । ডাকাতদের ধরতে আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।
প্রিন্ট