রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুরের বোয়ালমারীতে মাটি কেটে অন্যত্রে বিক্রির অপরাধে আশিক মন্ডল ও ইমদাদ কাজী নামে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদলত ১ লাখ টাকা জরিমানা করেছেন। আদালত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে এ আদালত পরিচালনা করা হয়। আশিক মন্ডল ফরিদপুর সদরের শাহিদ মন্ডলের ছেলে ও অপর মাটি ব্যবসায়ী ইমদাদ কাজী সাতৈর ইউনিয়নের মজুরদিয়া গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে।
আদালত সূত্র জানায়, উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে ও দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এস্কেভেটার(ভেকু) দিয়ে মাটি কাটে ট্রাকে বহন করে বিভিন্ন প্রকার ভরাট ও ইট ভাটায় নিচ্ছিল । খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে। দু’জন ব্যবসায়ীকে আটক করে উপজেলা প্রশাসনের কার্যালয়ে আনেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একই অপরাধে আশিক মন্ডলকে (২৩) ৫০ হাজার টাকা ও ইমদাদ কাজীকে (৪০) ৫০ হাজার টাকা জরিমান করা হয়। বৃহস্পতিবার আজ সন্ধ্যায় নগদ টাকা জরিমান প্রদান করে দুইজন মুসলেকা দিয়ে মুক্ত হোন।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, মাটি কেটে শ্রেণী পরিবর্তন করা দন্ডনীয় অপরাধ। মাটি কাটার দায়ে দু’জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এর পরে আবার একই অপরাধ করলে মাটি বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে। এমনকি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
প্রিন্ট